ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া তাসনিম জ্যোতি (২৫) নামের এক নারীর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে হোসেন মার্কেটের বাস্তুহারা এরশাদনগরের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম জানান, নিখোঁজ হওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের ২০ সদস্যের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে আসছিল। অবশেষে মঙ্গলবার সকালে বিলের কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৮টার দিকে তাসনিম জ্যোতি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ সরবরাহের কাজে আসেন। সে সময় প্রবল বৃষ্টির মধ্যে অসাবধানতাবশত হাসপাতালের সামনের একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। রাত দেড়টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর সোমবার সকাল সাড়ে ৮টায় ফের উদ্ধার অভিযান শুরু করা হয়, যেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনও যুক্ত হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনের ঢাকনা খুলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাজীপুরা এলাকার বিল ও জলাশয়ে ডুবুরিরা তল্লাশি চালায়। তবে সোমবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকালে আবার অভিযান শুরু হলে বাস্তুহারা এরশাদনগরের একটি বিল থেকে কচুরিপানার নিচ থেকে তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।