১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত

সারাদেশে এসিল্যান্ড কার্যালয়ে কর্মরত ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য দেশের আটটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসব এসিল্যান্ডের শূন্য পদে নতুনভাবে ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হবে।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসিল্যান্ডদের মধ্য থেকে সাতজনকে ময়মনসিংহ বিভাগে, ১০ জনকে বরিশাল বিভাগে, ১৩ জনকে রংপুর বিভাগে, সাতজনকে সিলেট বিভাগে, ১৫ জনকে খুলনা বিভাগে, ১৩ জনকে রাজশাহী বিভাগে, ১৫ জনকে চট্টগ্রাম বিভাগে এবং ২২ জনকে ঢাকা বিভাগে বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হয়েছে।
জানতে চাইলে উপসচিব শহিদুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, বর্তমানে মাঠে তথা দেশের বিভিন্ন স্থানে ৩৭তম এবং ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন। এদের মধ্যে সিনিয়র হিসেবে ৩৭তম ব্যাচের শতাধিক কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। তিনি আরও বলেন, এসব এসিল্যান্ডের শূন্য পদে নতুনভাবে ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হবে। ৪০তম বিসিএস ক্যাডার কর্মকর্তারা বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন। আগামী কিছুদিনের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে এসিল্যান্ড হিসেবে সারাদেশে পদায়ন করা হবে।