কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে এনসিপির নেতাকর্মীরা

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশমঞ্চ প্রস্তুত হয়েছে। সমাবেশে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা ইতোমধ্যে সেখানে অবস্থান নিতে শুরু করেছেন।
আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় দলটির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজকের সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া আজকের সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
আজকের সমাবেশকে ঘিরে শহীদ মিনারের সামনে নেতাকর্মীদের বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। শহীদ মিনারের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।
২০২৪ সালের ৩ আগস্ট হাজার হাজার সাধারণ মানুষ যেভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিল আজকে তেমন জনসমাবেশ হবে বলে আশা করছে এনসিপি।