রেললাইনে তালা, পুলিশের তৎপরতায় রক্ষা পেল ট্রেন

রোববার রাতে মাধনগর রেলস্টেশন-সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে লোহার শিকল দিয়ে তালা লাগানো দেখতে পান স্থানীয়রা। ছবি : এনটিভি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে তালা দিয়ে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে সময়মতো খবর পেয়ে পুলিশের তৎপরতায় একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
জানা যায়, রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাধনগর রেলস্টেশন-সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে লোহার শিকল দিয়ে তালা লাগানো দেখতে পান স্থানীয়রা। তারা সঙ্গে সঙ্গে নলডাঙ্গা থানা পুলিশ এবং রেল কর্তৃপক্ষকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে মাধনগর স্টেশন মাস্টার এবং আত্রাই থেকে আসা মিস্ত্রিদের সহায়তায় রেললাইন থেকে শিকলটি কেটে ফেলা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে নাশকতার উদ্দেশ্যেই অজ্ঞাত দুর্বৃত্তরা এই কাজটি করেছে। পুলিশের তৎপরতায় ট্রেন চলাচলের পথ ঝুঁকিমুক্ত করা হয়।