ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তার রিমান্ড আবেদন

অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্লাটফর্ম ফ্লাইট এক্সপার্ট শতকোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে মতিঝিল থানায় একটি মামলা করা হয়। এই মামলার তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার তাদের কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) তাদের বিরুদ্ধে পাঁচ দিনের করে রিমান্ড আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এস আই) সাদ্দাম হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ তিনজনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেছি। দ্রুতই শুনানি হবে। তারপর তাদের রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বিপুল সরকার নামে এক গ্রাহক গত শনিবার রাতে মতিঝিল থানায় মামলাটি করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এ আসামিদের মধ্যে ফ্লাইট এক্সপার্টের হেড অব ফাইনান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এক ভুক্তভোগী। জিডিতে উল্লেখ করা হয়, গ্রাহকদের ৩০০ কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েমসহ শীর্ষ ৫ কর্মকর্তা সপরিবারে দেশ ছেড়েছেন।
মামলার বাকি দুই আসামি হলেন—ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈম ও তার বাবা এম এ রাশিদ। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, ওই দুজনের ব্যাপারে আমি তেমন কিছু জানি না। তবে, শুনছি, তারা দুজন পরিবারসহ আমেরিকায় চলে গেছেন। তাদের বিষয়েও আমরা বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা করছি।
গ্রেপ্তার তিনজন কী তথ্য দিয়েছেন এমন প্রশ্নে সাদ্দাম হোসেন বলেন, তারা এ ব্যাপারে কিছু জানেন না বলে আমাকে জানিয়েছেন। অপরাধী সহজে তার অপরাধ স্বীকার করতে চান না। সেজন্যই আজ তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেছি। আশা করছি দ্রুতই তাদের রিমান্ডে নিতে পারব এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারব।
সাদ্দাম হোসেন বলেন, এখন পর্যন্ত ২০টার মতো এজেন্সি আমার সঙ্গে যোগাযোগ হয়েছে। টিকিট বাবদ তারা চার কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। আরও ১০টার মতো এজেন্সি আসবে। দুজন ব্যক্তি এসেছেন। সবার কথা শুনছি।
২০১৭ সালে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুকিং ও ভিসা সেবা দিত প্রতিষ্ঠানটি। কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে।