বিমানবাহিনীর অভ্যন্তরে ‘র’ নেটওয়ার্ক নিয়ে প্রতিবেদন বিভ্রান্তিকর : আইএসপিআর

বিমানবাহিনীর অভ্যন্তরে ‘র’ নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার (৪ আগস্ট) এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
প্রতিবাদ লিপিতে বলা হয়, আজ ৪ আগস্ট ২০২৫ তারিখে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকা, ইউটিউব চ্যানেল ও অনলাইন পোর্টালে ‘‘বিমান বাহিনীর অভ্যন্তরের ‘র’ নেটওয়ার্ক ফাঁস’’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে বাংলাদেশ বিমানবাহিনীর ছয়জন (৬) উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি করা হয়। কিন্তু বিমানবাহিনী এই অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে।
প্রতিবাদ লিপিতে আরও বলা হয়েছে, প্রতিবেদনে উল্লিখিত এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাঈদ, এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম, উইং কমান্ডার সাইয়েদ মোহাম্মদ—এই কর্মকর্তাগণের বিরুদ্ধে আনা বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিমানবাহিনীর কাছে থাকা তথ্য অনুযায়ী, এই কর্মকর্তাগণ বাংলাদেশ বিমানবাহিনীর প্রচলিত বিধি-বিধান মেনে, তাদের নির্ধারিত চাকুরির বয়সসীমা শেষে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন। এই তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃক নিশ্চিত করা হলেও, ‘দৈনিক আমার দেশ’ এই অসঙ্গতিপূর্ণ তথ্য প্রচার করেছে, যা অনাকাঙ্ক্ষিত।
একই ভাবে, প্রতিবেদনে দাবি করা হয়েছে— ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফী ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি নামক দুই কর্মকর্তাকেও একই বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিমানবাহিনী জানিয়েছে, বাস্তবে এই দুই কর্মকর্তাকেও ভিন্ন প্রেক্ষাপটে বিমান বাহিনীর প্রচলিত আইন ও বিধিমালার আওতায় যথাযথ প্রক্রিয়ায় অবসর প্রদান করা হয়েছে, যার সঙ্গে উল্লিখিত অভিযোগের কোনো সম্পর্ক নেই।
প্রতিবেদনে প্রকাশিত এই ধরনের অপপ্রচার সংশ্লিষ্ট কর্মকর্তাগণের ও তাদের পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করছে। এর ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে ও জাতীয় স্থিতিশীলতা, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে ও স্বাধীন গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। এই প্রেক্ষিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে বিমান বাহিনী সংক্রান্ত যেকোনো তথ্য নিশ্চিতকরণ ও প্রচারের লক্ষ্যে সর্বদা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য সব গণমাধ্যমকে বিনীতভাবে আহ্বান জানানো যাচ্ছে।