দুই ভাগ হয়ে গেল সেতু, চট্টগ্রামে যান চলাচলে ভোগান্তি
চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ অক্সিজেন সড়কের একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অপর পাশ দিয়ে সীমিতভাবে যানবাহন চলছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ বিভিন্ন উপজেলার যাত্রী ও সাধারণ মানুষ।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে সেতুটি ভেঙে দুই ভাগ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (৬ আগস্ট) রাত থেকে ভোর পর্যন্ত নগরজুড়ে ভারি বৃষ্টিপাত হয়। পাহাড়ি ঢলের প্রভাবে সেতুর একটি অংশ ধসে পড়ে। ফলে নগরের গুরুত্বপূর্ণ বায়েজিদ-অক্সিজেন সড়কসহ আশপাশের এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দেয়। বিশেষ করে অক্সিজেন ২ নম্বর গেইট এলাকায় তীব্র যানজট তৈরি হয়, যার প্রভাব পড়ে ষোলশহর, নাজিরহাট ও বিশ্ববিদ্যালয় রুটের যান চলাচলে। এমনকি শাটল ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।
এদিকে, সড়কটি শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানঘন এলাকা হওয়ায় প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। ফলে সেতু ধসে পড়ার ঘটনায় কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জলাবদ্ধতা ও সেতু ধসের কারণে মুরাদপুর, চকবাজার, হালিশহর, বাকলিয়াসহ নগরের নিম্নাঞ্চলে পানি জমে গেছে। সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় বিভিন্ন মোড়ে মোড়ে মানুষকে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
বায়েজিদ এলাকার একজন বাসিন্দা বলেন, সকালে অফিসে যেতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে ছিলাম। সেতু ধসে পড়ে পুরো রাস্তা অচল হয়ে গেছে। দ্রুত মেরামতের দাবি জানাই।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, অক্সিজেন সড়কের একটি অংশে সেতু ধসে পড়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দিয়েছি দ্রুত সংস্কারের জন্য। দ্রুত সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে।