কুষ্টিয়ায় সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর সন্ত্রাসী হামলা

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার বিজিবি সেক্টরপাড়ায় এ ঘটনা ঘটে।
ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের মিরপুর প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরচিালক। হামলার পর থেকে অভিযুক্ত মিলন ও তার পরিবার পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন ফিরোজ আহমেদ। এ সময় মিলনসহ তার কয়েকজন সহযোগী মিলে তাঁর পথ রোধ করে হাতুড়িপেটা করে। এ সময় ইট দিয়ে থেতলে দেওয়া হয় তাঁর শরীর। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে নেওয়া হয় কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, ফিরোজের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল বলেও জানান তিনি।
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রিমন জানান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের উপর বর্বর হামলা চালানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।