নির্বাচনি বিধানে বড় পরিবর্তন আনছে ইসি

নির্বাচন কমিশন (ইসি) এক সংবাদ সম্মেলনে নির্বাচনি বিধানে একাধিক বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, এবার থেকে নির্বাচনের ব্যালটে ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকছে। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এবার থেকে কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে তার প্রার্থিতা বাতিল হবে, এমনকি তিনি বিজয়ী হলেও।
এ ছাড়া, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইসি আবুল ফজল জানান, ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে গণনাকেন্দ্রগুলোতে সাংবাদিকদের উপস্থিত থাকার বিধান রাখা হয়েছে। তবে, নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, সাংবাদিকরা গণনাকেন্দ্রের ভেতরে প্রবেশ করার পর ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সেখান থেকে বের হতে পারবেন না।