ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : তাইফুল টিপু

মানুষের ভোটাধিকার বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না; বরং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তবে বিএনপির সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই অর্জন হবে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এক সমাবেশে বিএনপির সহদপ্তর সম্পাদক প্রধান অতিথির বক্তব্যে তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।
টিপু বলেন, তারেক রহমান আগেই বলেছিলেন অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে। আজকে কি আপনারা বুঝতে পারছেন তারেক রহমানের সেই কথার অর্থ? তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা সফল হব, যদি বিএনপি নামক পরিবারের সব সদস্য আমরা ঐক্যবদ্ধ থাকি।
এসময় বাগাতিপাড়া পৌর ও উপজেলা বিএনপি এবং অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।