দেওয়াল টপকে স্কুল পালাতে গিয়ে ছাত্রের হাতে ঢুকে গেল রড

কুমিল্লায় ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পেছনের দেওয়াল টপকাতে গিয়ে আরমান (১৪) নামের এক শিক্ষার্থীর হাতে রড ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে সহপাঠী ও স্কুলের কর্মচারীরা তাকে উদ্ধার করেন।
বুধবার (১৩ আগস্ট) নগরীর কুমিল্লা হাইস্কুলে এ ঘটনা ঘটে।
আহত আরমান ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার বাসা নগরীর শুভপুর এলাকায়। এই ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গণিত ক্লাস চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পেছনের দেওয়াল টপকাতে গিয়ে এ ঘটনা বলে স্কুল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের ফটক বন্ধ থাকায় আরমান পাশের নির্মাণাধীন গেটের অংশের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। সেখানে একটি বেরিয়ে থাকা মরিচা ধরা রড তার বাঁ হাতের তালু ভেদ করে বেরিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে সহপাঠী ও স্কুলের কর্মচারীরা এগিয়ে আসেন।
স্কুলের শিক্ষক ওয়াজেদ আলী জানান, ছেলেটির হাত থেকে রডটি বের করা যাচ্ছিল না, তাই বাজার থেকে কাটার মেশিন এনে রড কেটে ফেলা হয়। পরে আহত আরমানকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করায় তার পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, তিনি ছুটিতে আছেন। এমন ঘটনার কথা শুনেছেন, তবে বিস্তারিত বলতে পারবেন না।