চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৩ জন পুরুষকে পুশইন করেছে। পুশইন হওয়াদের সীমান্ত থেকে আটক করে ভোলাহাট থানায় সোপর্দ করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে চামুসা সীমান্তের সীমান্ত পিলার ১৯৬/২ এস-এর কাছে দিয়ে বিএসএফ-এর ১১৯ ব্যাটালিয়নের সদস্যরা ১৩ জন বাংলাদেশিকে পুশইন করে। পরে বিজিবির চানশিকারী সীমান্ত ফাঁড়ির টহল দল তাদের বাংলাদেশের ৮০০ গজ অভ্যন্তরে আটক করে। পুশইনের শিকার ব্যক্তিদের বাড়ি- যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, রংপুর, কুষ্টিয়া, লালমনিরহাট, পঞ্চগড় ও রাজশাহী।
বিজিবি জানায়, তারা ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়। এরপর বিএসএফ তাদের ১১৯ ব্যাটালিয়নের মাধ্যমে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
পুশইন হওয়া ব্যক্তিদের আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।