ফেব্রুয়ারির নির্বাচন কেউ পেছাতে পারবে না : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেউ বাধা বা ডিলে করতে পারবে না। রাষ্ট্র সংস্কার, মামলার ট্রায়াল দ্রুতই অগ্রগতি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আর দু-একবার কথাবার্তা হলেই সবাই ঐকমত্যে পৌঁছাবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা নবগঙ্গা নদীর সেতু এলাকায় জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শফিকুল আলম আরো বলেন, বর্ষার পরেই সারাদেশে নির্বাচনি আমেজ শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন ডিসেম্বরেই তফসিল ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন নিয়ে আর কোনো সন্দেহ নেই।
এসময় প্রেস সচিব জুম্মার নামাজের আগে জুলাই আন্দোলনে গুলিতে নিহত মাগুরার ১০ জন শহীদের মধ্যে শহরতলীর বরুনাতৈল গ্রামের ছাত্রদলনেতা শহীদ মেহেদী হাসান রাব্বি ও পারনান্দুয়ালী গ্রামের শহীদ আলামিনের কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন।
পর্যায়ক্রমে তিনি মাগুরার সব শহীদের কবর জিয়ারত করবেন এবং জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন মনে রাখবে বলেও জানান।
ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, দায়িত্ব শেষে আবারো জার্নালিজমে ফিরে যাব।
আর এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম জানান, মাগুরা সরকারি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মানসম্মত মেডিকেল কলেজের প্রত্যাশা করি।