৭ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় সংসদের আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সাত ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদ।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চান্দুরা ডাকবাংলো এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
চূড়ান্ত গেজেটে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা, যানজট ছড়িয়ে পড়ে পাশের জেলা হবিগঞ্জ পর্যন্ত।
অবরোধ চলাকালে বক্তব্য দেন সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আফজাল হোসেন, এনসিপিনেতা মো. আতাউল্লাহ, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আসন সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে বিজয়নগরের ওপর ষড়যন্ত্র চলছে। এর ফলে উন্নয়ন বঞ্চনার পাশাপাশি প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষতির শিকার হবে স্থানীয়রা। অবিলম্বে পুরো বিজয়নগরকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অখণ্ড বিজয়নগর রক্ষার দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’
বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। তাঁর আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহারের করেন সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন।