প্রতারণা করে ডলার আত্মসাৎ : চক্রের মূল হোতা গ্রেপ্তার

রাজধানীর সিপাহীবাগ এলাকা থেকে প্রতারণা করে ডলার আত্মসাতের অভিযোগে একটি চক্রের মূল হোতা আদিব ফয়েজকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো দক্ষিণের একটি দল। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে খিলগাঁও সিপাহীবাগের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আদিব ফয়েজ দেশে অবস্থান করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিত। এ ছাড়া দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অভিযোগে রমনা থানায় আদিব ফয়েজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় সিআইডির করা মামলার প্রধান আসামি আদিব।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদিব স্বীকার করেছে, সে প্রতারণার মাধ্যমে দেশের অনেক মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছে।
পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে হাজির করা হয়েছে। প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সিআইডি মামলাটি তদন্ত করছে।