ডাকসুর নতুন নেতাদের প্রতি আইনজীবী শিশির মনিরের ১০ পরামর্শ

বিশিষ্ট ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নির্বাচিত নেতাদের প্রতি ১০টি প্রত্যাশার কথা জানিয়েছেন।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে ডাকসুর নতুন নেতৃত্বের কাছে এসব প্রত্যাশার কথা জানান শিশির মনির।
নেতাদের প্রতি শিশির মনিরের প্রত্যাশাগুলো হলো—
১. নেতা হিসেবে আচরণ করবেন না। ছোট ভাই, বড় ভাই, বন্ধু, ছাত্র-ছাত্রী হিসেবে আচরণ করবেন।
২. নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অব্যাহত রাখবেন।
৩. কেবল নিজের নামে বরাদ্দ করা সিটেই বসবাস করবেন। যেদিন সিট থাকবে না, সেদিনই হল ছেড়ে চলে যাবেন।
৪. নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনা করতে যাবেন। রিসার্চ করবেন। সেমিনার-সিম্পোজিয়ামে নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করবেন। ইন্টেলেকচুয়াল সুপিরিওরিটি অর্জনের চেষ্টা করবেন।
৫. দুনিয়ায় কোথায় কী হচ্ছে? সর্বশেষ নলেজ ডেভলপমেন্ট সম্পর্কে আপ-টু-ডেট খবরাখবর রাখবেন। সেই অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়কে আপডেটের চেষ্টা করবেন।
৬. বিতার্কিক হিসেবে নিজেই অংশগ্রহণ করবেন।
৭. সহজ-সরল-স্বাভাবিক জীবন-যাপন করবেন। পোশাক-পরিচ্ছদ, খাবার-দাবার, যানবাহন ইত্যাদি ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সমমান বজায় রাখবেন।
৮. নিজেরা খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন, প্রতিযোগিতা করবেন।
৯. সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। আপনারা সবার প্রতিনিধি। জয়-পরাজয় নয়। বিজিতদের মধ্য থেকে বিভিন্ন কমিটিতে জায়গা করে দেবেন।
১০. প্রথম বর্ষের ছাত্রদের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন। হঠাৎ করে অনেকেই শহরে এসে খেই হারিয়ে ফেলে। না বোঝার কারণে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। তাদের ব্যক্তিগত খবরাখবর রাখার চেষ্টা বেশি করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি-জিএস ও এজিএসসহ ২৮টি পদের ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।