ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি, ভোগান্তিতে গ্রাহকরা

বিদ্যুৎ খাতে চলমান অস্থিরতার জেরে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৭০০ কর্মকর্তা-কর্মচারী গণছুটিতে থাকায় জেলার সাড়ে পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎ সরবরাহের ঝুঁকিতে পড়েছেন। এই কর্মসূচি অব্যাহত থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাজার হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্মচারীরা জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ, বিশেষ করে প্রিপেইড মিটার ও নিম্নমানের সরঞ্জাম ক্রয়ের অনিয়মের প্রতিবাদে তারা এই কর্মসূচি শুরু করেছেন। তাদের মূল দাবিগুলো হলো—পল্লী বিদ্যুৎ সমিতি ও আরইবির জন্য এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন। দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক কর্মরতদের চাকরি স্থায়ী করা। দুর্নীতির তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা।
আন্দোলনকারীরা বলেন, সম্প্রতি তাদের সাতজন সহকর্মীকে সাময়িক বরখাস্ত করার পর তারা এই গণছুটি কর্মসূচি শুরু করেন। তাদের অভিযোগ, ৩৬ বছর ধরে চুক্তিভিত্তিক পদে কর্মরত অনেকেই এখনও নিয়মিত হননি।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. সাইদুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নিম্নস্তরের কর্মচারীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ৭ সেপ্টেম্বর থেকে গণছুটিতে রয়েছেন। সমিতির অভ্যন্তরেও বিভক্তি দেখা দিয়েছে। একাংশ দায়িত্ব পালনের পক্ষে থাকলেও অন্য অংশ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে।