মির্জাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালাম খানকে সংবর্ধনা

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামবাসী এই সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। তাই আমরা তাকে সমর্থন জানাচ্ছি।
ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান বলেন, মির্জাপুরবাসীর পাশে থেকে তাদের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার।
আব্দুস সালাম খান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া হবে।
এর আগে সালাম খান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।