রাজধানী থেকে মাদ্রাসা শিক্ষার্থী ইয়ামিন নিখোঁজ

রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে ইয়ামিন হাসান (৮) নামে মাদ্রাসার এক শিক্ষার্থী হারিয়ে গেছে। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ওয়ারির টিকাটুলি এলাকার মাদরাসাতু ইকরা থেকে সে হারিয়ে যায়। এ ব্যাপারে ওইদিনই ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হারিয়ে যাওয়া ইয়ামিন হাসানের নানা মো. আমিন উল্লাহ (জিডি নম্বর ৫৬৭/১২/০৯/২০২৫)।
আমিন উল্লাহ এনটিভি অনলাইনকে জানান, ওইদিন সকালে মাদরাসা থেকে সকালের খাওয়ার কথা বলে তার এক বন্ধুর সঙ্গে বের হয়। তার পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটাও (ইয়ামিনের মা) মানসিক রোগী। আমার নাতি হারিয়ে যাওয়ায় আমরা এখন বিপদে আছি।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে গাঢ় কমলা রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও স্যান্ডেল পরা ছিল। সে বাংলায় কথা বলতে পারে। কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে নিকটস্ত থানায় বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা যাচ্ছে। ঠিকানা : কেএম দাস লেন, ৭১/৩ স্বামীবাগ (৩৯ নং ওয়ার্ড), ওয়ারী, ঢাকা।