ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৬ দেশ

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬টি দেশে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের উদালগুড়ি জেলার ১৪ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।