আশুলিয়ায় বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

ঢাকা জেলার সাভারের আশুলিয়া থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তিনজনের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী ও তাদের কন্যা সন্তান।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের হা-মীম পোশাক কারখানার তিন নম্বর গেট সংলগ্ন এলাকার আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এদের মধ্যে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায়, কন্যা সন্তান ও স্ত্রীর মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, বগুড়া জেলার ধুনট থানার নলডাঙা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী বগুড়ার বড়িতলি এলাকার বাসিন্দা সোনিয়া আক্তার ও তাদের পাঁচ বছরের কন্যাসন্তান জামিলা।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান।
এলাকাবাসী জানায়, সোনিয়া বেগম তার স্বামী সন্তান নিয়ে আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। বিকেল থেকে ওই বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, সন্তানের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে রুবেল কী কারণে স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে এমন প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।