স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে পাঠদান

উত্তরবঙ্গে টানা তিন দিনের বৃষ্টির কারণে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমেছে। এতে করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিবারই এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তৃপ্তি রানী জানান, মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারছে না। পানির মধ্য দিয়েই তাদের ক্লাসে আসতে হচ্ছে, ফলে অনেকেই পা পিছলে পড়ে বই-খাতা ও কাপড় ভিজিয়ে ফেলছে। অনেকে এই সমস্যার কারণে বিদ্যালয়েই আসছে না। তিনি জরুরিভাবে মাটি বা বালু দিয়ে মাঠটি ভরাট করার প্রয়োজনীয়তার কথা জানান।
স্কুলের প্রধান শিক্ষিকা মারিফা আক্তার মিতা জানান, এটি তাদের স্কুলের বেশ কয়েক বছরের পুরোনো সমস্যা। মাঠের একপাশ নীচু হওয়ায় সেখানে পানি জমে থাকে এবং পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি জরুরি ভিত্তিতে মাঠটি সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, বিষয়টি আমাকে এখন পর্যন্ত কেউ জানায়নি। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। যত তাড়াতাড়ি সম্ভব স্কুল মাঠটি ব্যবহারের উপযোগী করার ব্যবস্থা করা হবে।