নির্বাচনি সরঞ্জাম আসতে শুরু করেছে ইসিতে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের সরঞ্জাম আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ধাপে ধাপে এসব সামগ্রী পৌঁছাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতেই অন্তত ছয় ধরনের সামগ্রী সরবরাহ শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে এসব সরঞ্জাম আসা শুরু হয়েছে। আজও কিছু এসেছে। এসবের মধ্যে রয়েছে লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় হেসিয়ান ব্যাগ ও ছোট হেসিয়ান ব্যাগ।
ইসির উপসচিব রাশেদুল ইসলাম বলেন, বড় ও ছোট হেসিয়ান ব্যাগের পুরো চাহিদা ইতোমধ্যেই পূরণ হয়েছে। অন্য সরঞ্জামগুলো ধাপে ধাপে আসছে।

ইসির হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার থাকতে পারে প্রায় পৌনে ১৩ কোটি। সেই অনুযায়ী প্রয়োজন হবে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্র এবং দুই লাখের বেশি ভোটকক্ষ।
সরবরাহ হওয়া আট ধরনের সামগ্রীর অগ্রগতি এ রকম—
• লাল গালা: ২৩ হাজার কেজি চাহিদার এক-চতুর্থাংশ এসেছে।
• স্বচ্ছ ব্যালট বাক্সের লক: ৫০ লাখের চাহিদা, ৫ লাখ সরবরাহ হয়েছে।
• অফিসিয়াল সিল: ৮ লাখ ৪০ হাজারের মধ্যে ৫ লাখ সেপ্টেম্বরের শুরুতেই এসেছে।
• মার্কিং সিল: ১৭ লাখ ৫০ হাজারের চাহিদার বিপরীতে দেড় লাখ সরবরাহ।
• ব্রাস সিল: ১ লাখ ১৫ হাজারের চাহিদা থাকলেও পুনরায় দরপত্র দেওয়ায় দেরি হচ্ছে।
• গানি ব্যাগ: ১ লাখ ১৫ হাজার চাহিদা, এখনও সরবরাহ হয়নি।
• বড় হেসিয়ান ব্যাগ: ৭০ হাজারের সব সরবরাহ।
• ছোট হেসিয়ান ব্যাগ: ১ লাখ ১৫ হাজারের সব সরবরাহ।
ইসি সচিব আখতার আহমেদ আগস্টের শুরুতে বলেছিলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। লোকাল পারচেজ প্রকিউরমেন্টে আটটি সামগ্রী ছিল। একটি পুনরায় দরপত্রে গেছে। তবে সময়সীমার মধ্যেই পাওয়া যাবে।”
কেন্দ্র ও বুথ পরিচালনায় ইসির সরবরাহকৃত এসব সামগ্রীর বাইরে রিটার্নিং কর্মকর্তাদের স্থানীয়ভাবে কিছু জিনিসপত্র সংগ্রহ করতে হয়। নির্বাচন সামনে রেখে সুঁই-সুতা, দিয়াশলাই, আঠা, কলম থেকে শুরু করে প্লাস্টিকের পাত—এমন ২১ ধরনের জিনিসপত্র লাগে প্রতিটি কেন্দ্রে।