নওগাঁয় ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে সাত কেজি গাজা, নগদ টাকা ও চারটি মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডিবি অফিসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়ার সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন (৪০), সোনিয়া ওরফে সনি (২৫) এবং নোয়াখালীর বাসিন্দা মোমিনুল ইসলাম সোহাগ (৪৩), যিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি বাসে করে অন্য জেলা থেকে গাঁজা আনা হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাজের মোড়ে অবস্থান নেয়। এ সময় মোমিনুল ইসলাম সোহাগ একটি ট্রাভেল ব্যাগ রুবেল হোসেন ও সোনিয়ার কাছে হস্তান্তর করার সময় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়। ব্যাগ তল্লাশি করে প্রায় সাত কেজি গাঁজা, নগদ ৯ হাজার ৩০০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ফারজানা হোসেন আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদক চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।