জেমকন গ্রুপের সিইও ও পরিচালকের বিরুদ্ধে মামলা করছে দুদক

জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক কাজী আনিস আহমেদের বিরুদ্ধে প্রায় ৮০ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে গ্রুপটির পরিচালক ও কাজী আনিসের ভাই কাজী ইনাম আহমেদের বিরুদ্ধেও প্রায় ৩২ কোটি ৬৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জনান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, দুদকের অনুসন্ধানে জানা গেছে, ২০০২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ অক্টোবর পর্যন্ত কাজী আনিসের নামে থাকা ২০টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪০ কোটি ৬৯ লাখ টাকা জমা এবং ৩৮ কোটি ৪৫ লাখ টাকা উত্তোলন করা হয়। এই সময়ে প্রায় ৭৯ কোটি ১৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
দুদক মহাপরিচালক আরও বলেন, একই সময়ে কাজী ইনামের নামে থাকা ১৪টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩৭ কোটি ৯২ লাখ টাকা জমা এবং ৩৬ কোটি ৮৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এতে প্রায় ৭৪ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।