ধামরাইয়ে ৩১ লাখ টাকার মাদকদ্রব্যসহ আটক ৩

সোমবার পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে আটক করে ধামরাই থানা পুলিশ। ছবি : এনটিভি
ধামরাইয়ে পৃথক অভিযানে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মো. শরীফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এছাড়া ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় আরেকটি পৃথক অভিযানে শাহিদা আক্তার ও মিন্টু হোসেন নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।