বরিশালে কারিগরি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি অবহেলা ও হুমকির প্রতিবাদে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে কারিগরি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের পর মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের গুলি করে হত্যার হুমকির প্রতিকার, অবহেলার নিরসন এবং ডিগ্রি প্রকৌশলীদের উত্থাপিত তিন দফা দাবির প্রত্যাখ্যানের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকায় শতাধিক বাস, ট্রাকসহ বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এতে মহাসড়কের দুই ধারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তাদের দাবি-দাওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।