ক্যাশলেস লেনদেন আর্থিক দুর্নীতি কমাতে পারে, বললেন বিশেষজ্ঞরা

ক্যাশলেস লেনদেন আর্থিক খাতে দুর্নীতি কমাতে, স্বচ্ছতা আনতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী জেলায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনারে এ কথা বলেন তারা।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে লিড ব্যাংক হিসেবে এই কর্মসূচির আয়োজন করে ব্র্যাক ব্যাংক। কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে কারা প্রশিক্ষণ কেন্দ্রের মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক শরাফত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেনসহ ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, দুদিনব্যাপী এই কর্মসূচিতে ডিজিটাল লেনদেনের নানান দিক নিয়ে সেশন পরিচালনার পাশাপাশি গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা, ক্যাম্পেইন ও রোড-শো অনুষ্ঠিত হবে। গ্রাহকদের জন্য দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তির বিকাশে ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগের প্রশংসা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এই উদ্যোগে লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ দেশে আর্থিক অন্তর্ভুক্তির বিকাশে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন বলেও উল্লেখ করা হয়।