বাগেরহাটে চিত্রা নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে ভিড়-উল্লাস

বাগেরহাটের ফকিরহাটের মূলঘরের গোদাড়া চিত্রা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ৬৫তম ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নদীর দুই পাড় থেকে তা উপভোগ করেছেন বিপুল দর্শক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চিত্রা নদীর গোয়ালখালী থেকে গোদাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদী পথে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে কলিগাতী নৌকাবাইচ দল এবং দ্বিতীয় স্থান অর্জন করে ভাই ভাই মায়ারখালী দল। এ সময় বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেওয়া হয়।
কলকলিয়া ত্রিপল্লী মাঝি মিলন সংঘের সভাপতি নরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপিনেতা ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মাসুদ রানা। এ ছাড়া বিএনপিনেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান, মোল্লা রাজু আহমেদ, সৈয়দ মাসুদুল ইসলাম, খান আরিফুজ্জামান পিন্টু, সুব্রত গোলদার ও নিরুপম মজুমদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজন কমিটির সভাপতি নরেন্দ্রনাথ মজুমদার বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর আমরা এই আয়োজন করি। বিশেষ করে বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও নৌকাবাইচ হয়েছে।
প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থী পারুল বালা বলেন, প্রতি বছর পরিবার নিয়ে তারা এই নৌকাবাইচ দেখতে আসেন। গ্রাম্য ঐতিহ্যের এ আয়োজন তাদের আনন্দ দেয় এবং গ্রামীণ সংস্কৃতির আবহকে জীবন্ত করে তোলে। নৌকাবাইচকে ঘিরে দুই তীরে উপচে পড়ে হাজারো মানুষের ঢল। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শনার্থীরা ভিড় জমিয়ে উপভোগ করেন প্রাচীন এ লোকজ উৎসব। দর্শনার্থীদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে গোটা চিত্রা নদী এলাকা। আয়োজনকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলাও। আর গ্রামীণ ঐতিহ্যের অংশ এই নৌকাবাইচ প্রতিযোগিতা শুধু বিনোদন নয়, বরং স্থানীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য উৎসব।