পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতী উপজেলা

পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী উপজেলা। ছবি : এনটিভি
ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবর্ষণের কারণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার একটি অংশ প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই ঢলের পানি উপজেলা শহরে প্রবেশ করে।
স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলের পানি সাধারণত খুব দ্রুত নেমে যায়। এক থেকে দুই ঘণ্টার মধ্যেই পানি সরে যায়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ আশরাফুল ইসলাম রাসেল জানান, পাহাড়ি ঢলের পানি শহরের কিছু অংশে প্রবেশ করেছে। এছাড়াও উপজেলার দুটি ইউনিয়নের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। অতিবর্ষণের কারণে সোমেশ্বরী নদীর বাঁধের কিছু অংশ দিয়ে পানি প্রবেশ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, যেহেতু ঢলের পানি দীর্ঘস্থায়ী হয় না, তাই বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।