বায়তুল মোকাররমে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল আজ।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে সামনে রেখে দলটির নেতাকর্মীরা বায়তুল মোকাররমের সামনে জড়ো হচ্ছেন।
আগত নেতাকর্মীদের একজন বলেন, আমরা আজ পাঁচ দফা দাবি নিয়ে এখানে এসেছি। জুলাই সনদ না দেওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না। আমরা চাই দ্রুত আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন হোক এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক।
এর আগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিগুলো হলো—
১। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ।
৪। বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫। স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।