কাপাসিয়ায় হান্নান শাহর মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুরের কাপাসিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর তাঁর নিজ বাড়ি কাপাসিয়ার ঘাগটিয়ায় অনুষ্ঠিত স্মরণসভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। এর আগে, প্রয়াত নেতার পারিবারিক কবরস্থানে ফাতেহাপাঠ ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় নেতৃবৃন্দ।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াত নেতার উত্তরসূরী গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান। তিনি বলেন, আমার বাবার রাজনীতি ছিল ত্যাগ ও দেশপ্রেমের রাজনীতি। তিনি আজীবন স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ আমাদের পথ দেখাবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল করিম বেপারী, জেলা নেতা আফজাল হোসাইনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিক হোসাইন কোরআনখানি ও বিশেষ দোয়া পরিচালনা করেন।
১৯৪১ সালের ১১ অক্টোবর গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়ায় জন্ম নেওয়া হান্নান শাহ্ মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালন করেন। ২০০৭ সালের ১/১১ সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে এই প্রখ্যাত রাজনীতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।