হালুয়াঘাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটের পৃথক ঘটনায় কৈচাপুর ও ভুবনকুড়া ইউনিয়নে ভুবনকুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ও ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো উপজেলার কৈচাপুর ইউনিয়নের জুকাবিলা কান্দা গ্রামের শরাফদ্দিনের ছেলে হক মিয়া (৭) ও সদর ইউনিয়নে আকনপাড়ার বাবুল মিয়ার মেয়ে মোছা. বাকিয়া আক্তার (১০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হক মিয়া কৈচাপুর ভোট বাজার পুকুরের পাশে খেলা করতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। সে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
মোছা. বাকিয়া আক্তার (১০) তার খালার বাড়ী ভুবনকুড়ায় বেড়াতে গিয়ে দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর আর তাকে পাওয়া যায়নি। দুপুর ২টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।