নিম্ন আয়ের নারীরা পেলেন প্রধান অতিথি ও বিশেষ অতিথির মর্যাদা

চাঁদপুরে ‘কৃষি কথা’ ব্যতিক্রমী প্রদর্শনীর পর এবার উন্মোচন করা হলো রাষ্ট্রকাঠামো গঠনের ৩১ দফার ২৪ নম্বর দফা—নারীর ক্ষমতায়ন নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগ। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের নিম্ন আয়ের মানুষদের দেওয়া হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বক্তার মর্যাদা।
নিপীড়িত নারীরা যেখানে সাধারণত বক্তব্য দেওয়ার সুযোগ পান না, সেখানে বিএনপির এ আয়োজনে নারীরা পেয়েছেন সম্মানের আসন।
এতে সভাপতিত্ব করেন বিএনপিনেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। অনুষ্ঠানে শুরুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তৈরি শর্টফিল্ম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা বলেন, ‘আমরা সাধারণত কোথাও কথা বলার সুযোগ পাই না। কিন্তু আজ এখানে এসে আমরা সম্মানিত বোধ করছি। প্রাণ খুলে নিজেদের সমস্যার কথা বলতে পারছি, দাবির কথা জানাতে পারছি। এই আয়োজন আমাদের মনে নতুন শক্তি জুগিয়েছে।’
বিএনপিনেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর দফাগুলো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নের বাস্তব সমাধান। ‘ফ্যামিলি কার্ড’ সেই ভাবনারই প্রতিফলন।