শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে।
আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা একথা বলেন।
খালিদ হোসেন বলেন, আমি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি পছন্দ করি না। ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নাই। ইউরোপসহ কোন দেশে ছাত্র রাজনীতি নাই। রাজনীতিবিদরা রাজনীতির নামে ছাত্র-ছাত্রীদের ব্যবহার করছে।
ধর্ম উপদেষ্টা বলেন, অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষায় কোরআন হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে। মনে রাখতে হবে মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা। আধুনিকতার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি থাকতে হবে কোরআন, হাদিস ও ফেকাহ।
নির্বাচন প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, এবারের ভোট হবে দিনের বেলায়, রাতে নয়। অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতাদের রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।