দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি : নজরুল ইসলাম

‘দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই’ মন্তব্য করে বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দুর্গাপূজায় বিএনপির হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। কেননা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন, যাতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। তিনি আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীকে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতা করতে বলেছেন। সারা দেশে আমাদের দলের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে ধর্মীয় উৎসবকে আরও আনন্দমুখর করতে চাই।’
আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন নজরুল ইসলাম আজাদ। গতকাল মঙ্গলবার রাতেও তিনি বিভিন্ন মন্দির পরিদর্শন ও সনাতন সম্প্রদায়ের লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৩৬টি মন্দিরে প্রায় অর্ধকোটি টাকা অর্থ সহায়তা দিয়েছেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, সবাই একটা কথা মনে রাখবেন দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই। হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেজন্য সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।