টুকরো করে তরমুজ বিক্রি করবে ‘স্বপ্ন’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/22/sbpn.jpg)
সামনে রমজান মাস। আর এখন তরমুজের মৌসুম। তাই দেশের অন্যতম রিটেইল ব্র্যান্ড চেইনশপ ‘স্বপ্ন’ ক্রেতাদের সুবিধার জন্য কেটে, টুকরো করে কোয়ার্টার, হাফ ও ফুল—এমন আকারের তরমুজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
স্বপ্ন’র হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, ‘সবার সুবিধার জন্য আমরা ব্যাচেলর, কাপল বা ছোট পরিবার এবং বড় পরিবারের কথা চিন্তা করে তিন সাইজে কেটে টুকরো করে তরমুজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা ডিজিটাল মেশিনে গ্রাম হিসেবে পণ্য বিক্রি করে থাকি তাই যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী গ্রাম হিসেবে তরমুজ ক্রেতারা কিনতে পারবেন। এর ফলে, ৫০-৬০ টাকাতেও চাইলে কেউ কোয়ার্টার সাইজের তরমুজ এখন স্বপ্ন থেকে কিনতে পারবেন।’
এখন থেকে স্বপ্নর সব আউটলেটে গ্রাহকরা এই সেবা পাবেন। প্রসঙ্গত, এর আগে ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তারও কম ওজনের গরুর মাংস গ্রাম হিসেবে বিক্রি শুরু করে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।