ফরিদপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে বিভাগীয় পাঁচটি জেলার কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষি ব্যাংকের সব পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে শতভাগ সফলতা অর্জিত হয়েছে বলে জানানো হয়েছে।
গতকাল শুক্রবার সকালে শহরতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে পর্যালোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার। কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আজিজুল বারী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সতি প্রসন্ন দত্ত, উপ মহাব্যবস্থাপক মো. মেহেদি হাসানসহ ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার শাখা ব্যবস্থাপকেরা।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২০-২১ অর্থ বছরে ফরিদপুর বিভাগের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল তা সবক্ষেত্রেই অর্জন করা সম্ভব হয়েছে। এটা একটি ব্যাংকের অগ্রগতিতে বড় সহায়ক ভূমিকা পালন করবে। মুষ্টিবদ্ধ হাত এক করলে সব কঠিন কাজ সহজ হয়ে যায় এটি তার একটি উদাহরণ।’
সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা প্যাকেজে মোট বিতরণ ১১৭.৮৫ কোটি টাকা এখান থেকে আদায় হয়েছে ২৬.৪৯ কোটি টাকা যা মোট আদায়ের ২২ শতাংশ। মুজিববর্ষ উপলক্ষে ঋণ বিতরণ ২৪ কোটি টাকা। এখান থেকে আদায় হয়েছে ৪ কোটি ৯৫ লাখ টাকা যা মোট আদায়ের ২১ শতাংশ। সিএমএসএমই ক্ষেত্রে ঋণ বিতরণ ১৫ কোটি টাকা। এখান থেকে আদায় হয়েছে তিন কোটি ১২ লাখ টাকা, যা মোট আদায়ের ২১ শতাংশ।
এই অর্থবছরে আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩৭৬ কোটি ৫০ হাজার টাকা। এ পর্যন্ত অর্জিত হয়েছে ৬৪ কোটি ৯০ হাজার কোটি টাকা। মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৩ কোটি ২৫ লাখ টাকা। এ পর্যন্ত অর্জিত হয়েছে এক কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা।