চিয়ার আপের শুভেচ্ছা দূত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

এবার প্রাণের বেভারেজ পণ্য চিয়ার আপ-এর শুভেচ্ছা দূত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মাহমুদউল্লাহ রিয়াদ ও চিয়ার আপের চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব এ-সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। শুভেচ্ছা দূত হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ আগামী এক বছর চিয়ার আপের বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেবেন।
চিয়ার আপের চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের একজন তারকা ক্রিকেটার। তাঁকে চিয়ার আপের শুভেচ্ছা দূত হিসেবে পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।’ এই অলরাউন্ডার তাঁর কার্যক্রমের মাধ্যমে চিয়ার আপ ব্র্যান্ডকে আরো জনপ্রিয় করে তুলবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘চিয়ার আপ দেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে চিয়ার আপের হেড অব মার্কেটিং অরুণাংশু ঘোষ, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ, ক্রিয়েটিভ ডিরেক্টর নাফিজ রেজা উপস্থিত ছিলেন।