পোশাক রপ্তানি কমেছে, বেড়েছে উৎপাদন ব্যয়

যুক্তরাষ্ট্রে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৯ দশমিক ১১ শতাংশ এবং গেল দুই বছরে পোশাকশিল্পে উৎপাদন ব্যয় বেড়েছে ১৭ ভাগ।
আজ মঙ্গলবার দুপুরে বিজিএমইএ ভবনে আয়োজিত 'পোশাক শিল্পে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে' আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানালেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
উৎপাদন ব্যয় বাড়ার কারণ হিসেবে সিদ্দিকুর রহমান বলেন, ইউরোর দরপতন, বেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া), যুক্তরাষ্ট্রের নির্বাচন, গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধি। এ সময় তিনি অগ্রাধিকার ভিত্তিতে পোশাকশিল্পের জন্য ঢাকার কাছাকাছি একটি এবং চট্টগ্রামের কাছে একটি করে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার দাবি জানান।
কারখানাগুলোকে বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা করতে এবং ব্যাংকগুলোর আসন্ন সংকট রক্ষায়, কারখানাগুলো স্থানান্তরে জমি বরাদ্দ দেওয়ার প্রস্তাব করে বিজিএমইএ।