হোটেল আমারী ঢাকায় নতুন সংযোজন ‘আমায়া’

হোটেল আমারী ঢাকা ‘আমায়া ফুড গ্যালারি’ নামে নতুন বুফে ব্যবস্থার সংযোজন করেছে। এখানে বিভিন্ন এশিয়ান খাবারের ব্যবস্থা থাকবে। প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানীর গুলশান ২-এ অবস্থিত হোটেল আমারী ঢাকা গত ২৭ মে তাদের সিগনেচার এশিয়ার বুফে রেস্টুরেন্ট ‘আমায়া’ উদ্বোধন করে।
হোটেলের লেভেল ১৩তে অবস্থিত এশিয়ান এই ফুড গ্যালারিতে পাওয়া যাবে চারটি লাইভ কুকিং স্টেশন। এগুলো হচ্ছে- জাপানিজ, চাইনিজ, থাই ও ইন্ডিয়ান।
এশিয়ান সাজে সজ্জিত বিশেষ এই ফুড গ্যালারিতে ভোজন রসিকরা পাবেন ব্রেক ফাস্ট, লাঞ্চ ও ডিনার বুফে। এর মধ্যে ব্রেক ফাস্ট ১৯৯৯++, লাঞ্চ ১৯৯৯++ ও ডিনার বুফে পেতে তিন হাজার ৫০০ টাকা লাগবে।
এ ছাড়া বুফারদের জন্য আমায়া প্রাইভেট ইভেন্ট ও ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে এই হোটেলে।