চাঁদপুর পৌরসভার সাড়ে ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

আজ বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। ছবি : এনটিভি
শত বছরের প্রাচীন চাঁদপুর পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর এলাকার জন্য রেকর্ড পরিমাণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ রেখে ৫২ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৭৭ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
আজ বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য ড. শামছুল হক ভূইয়া, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।