সুনামগঞ্জ ও কুমিল্লা সিটিতে আজ ব্যাংক বন্ধের নির্দেশ
দশম জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ আসন এবং কুমিল্লা সিটি কপোরেশনের নিবাচনী এলাকায় আজ বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের (ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন) উপমহাব্যবস্থাপক বিন্দু ভূষণ বসাক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনের বলা হয়েছে, সব তফসিলি ব্যাংকের শাখাগুলোও বন্ধ রাখতে হবে। যাতে করে সুনামগঞ্জ-২ আসন এবং কুমিল্লা সিটি কপোরেশনে ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেই সঙ্গে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কুমিল্লা সিটি করপোরেশনে অবস্থিত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সব শাখা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-২ আসনের আওতাধীন এলাকায় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহের কোনো শাখা না থাকায় এখানে এ নির্দেশ কার্যকর হবে না বলেও জানানো হয়েছে।