১০০ বছর পর মার্কিন নোটে ফিরছে নারী!

শতাব্দীর বেশি সময় পর মার্কিন ১০ ডলারের নোটে জায়গা পেতে যাচ্ছে কোনো নারীর ছবি। এর আগে এই নোটে দেখা যেত দেশটির কোষাগারের প্রথম সচিব আলেকজান্ডার হ্যামিল্টনের ছবি।
মার্কিন কোষাগার বিভাগ বুধবার এ ঘোষণা দিয়েছে। তবে কোন নারী এই সম্মান পেতে যাচ্ছেন তা এখন পর্যন্ত ঠিক হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, কোনো নারী মার্কিন কোষাগারের প্রতিষ্ঠাতার জায়গায় স্থানান্তরিত হলেও হ্যামিল্টনের ছবির ছাপ থাকবে ১০ ডলারের নোটে। দেশটিতে নারী ভোটাধিকারের জন্য ১৯তম সংশোধনীর ১০০ বছর পূর্তি উপলক্ষে ২০২০ সালে এই নোটটি উন্মুক্ত হবে। এর আগে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে মার্কিন নোটে মারথা ওয়াশিংটন নামে এক নারীর ছবি স্থান পেয়েছিল।
যে নারীর ছবি নোটে স্থান পাবে তাঁকে মার্কিনিরা ভোটের মাধ্যমে নির্বাচন করবে। এ ক্ষেত্রে কোনো তালিকা না থাকলেও আলোচনায় আছেন রাজনীতিক ইলিনর রুজভেল্ট, দাসপ্রথাবিরোধী নেত্রী হ্যারয়েট টিউবম্যান, নাগরিক-অধিকার আইকন রোজা পার্কস ও চেরোকি ন্যাশনের প্রধান উইলমা ম্যানকিলার।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কোষাগারের সচিব জ্যাক লিউ বলেন, ‘যেসব নারী আমাদের জাতীয় জীবনে ও জাতীয় ইতিহাসে বিশেষ অবদান রেখে গেছেন, তাঁদের গুরুত্ব দেওয়া খুব দরকার।’ নোটে নারীর ছবির স্থান দেওয়া বিষয়ে তিনি বলেন, ‘এটা প্রতীকী প্রতিনিধিত্ব; তবে প্রতীকেরও গুরুত্ব রয়েছে।’
লিউ বলেন, ‘চলতি বছরেই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। এরপর নোট ছাপানোর কাজ শুরু হবে।’
একদল নারীকর্মী ২০ ডলার থেকে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের জায়গায় কোনো নারীর ছবি স্থান দিতে গত মাসে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে দাবি জানিয়েছেন। আর অনলাইনের ভোটে এ ক্ষেত্রে টিউবম্যান এগিয়ে রয়েছেন।
আলেকজান্ডার হ্যামিল্টন ছিলেন মার্কিন কোষাগারের প্রথম সচিব ও প্রধান অর্থনোটের নকশাকারী।