জার্সি রিচার্জ ক্যাম্পেইন শুরু করেছে রবি

দেশজুড়ে গ্রাহকদের জন্য ‘জার্সি রিচার্জ ক্যাম্পেইন’ চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। প্রতিষ্ঠানটির ওয়াক-ইন-সেন্টার (ডব্লিওআইসি) থেকে গ্রাহকরা ৯৯৯ টাকা ইজি লোড করলে উপহার হিসেবে পাবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটি ফ্যান জার্সি।
জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক রবির সব প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন। একজন গ্রাহক যতবার খুশি নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে গ্রহণ করতে পারবেন একটি করে ফ্যান জার্সি।
গ্রাহকদের শুধু রবির ডব্লিওআইসিতে রিচার্জ করে তাৎক্ষণিকভাবে জার্সিটি সংগ্রহ করতে হবে। স্ক্র্যাচ কার্ড রিচার্জের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে না।
রবি আজিয়াটা লিমিটেড হলো মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বেরহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকরপোরেশনের একটি সম্মিলিত উদ্যোগ।
এই মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসংখ্যা গত মার্চ পর্যন্ত প্রায় ২৬ লাখ।