মোদির ‘ভেল্কিতে’ বিনিয়োগ বাড়ল ভারতে

২০১৪ সালে বিশ্বের অনেক দেশেই সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। তবে গত বছর ভারতে এফডিআই ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প বিভিন্ন আন্তর্জাতিক করপোরেশনকে দেশটিতে বিনিয়োগে টেনেছে।
২৪ জুন প্রকাশিত ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) বৈশ্বিক বিনিয়োগ, ২০১৫ প্রতিবেদন প্রকাশ করে।
ওই প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, অর্থনীতিকে পুনরুদ্ধারে দুর্বল অবস্থা ও ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেওয়ায় ২০১৪ সালে বৈশ্বিক এফডিআই ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে। তবে প্রত্যাশিত অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিত্তি তৈরি হওয়ায় ভারতে এফডিআই প্রবাহের গতি বেড়েছে। ২০১৩ সালে বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে ভারত ছিল ১৫তম। তবে গত বছর এক লাফে নবম হয়েছে।
২০১৪ সালের ২৬ মে মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর তাঁর সরকার দেশটির অর্থনৈতিক অবকাঠামো মজবুত করার লক্ষে বিদেশি বিনিয়োগকারীদের টানতে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রচারণা শুরু করে। আর উৎপাদন খাতকে আরো শক্তিশালী করতে দেশটির বহুজাতিক কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে বিনিয়োগে উৎসাহ দেয়।
আঞ্চলিক প্রতিযোগী চীনের সঙ্গে পাল্লা দিতে ভারতকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। যদিও ২০১৪ সালে চীনে এফডিআই মাত্র ৪ শতাংশ বেড়ে হয়েছে ১২৯ বিলিয়ন মার্কিন ডলার। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-চীন সংলাপ ভালোই কাজে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।