৫৫ মন্ত্রণালয়ের ৬ লাখ ১৫ হাজার ৬০৬ কোটি টাকার অডিট আপত্তি

বাংলাদেশ সরকারের ৫৫ মন্ত্রণালয়ের ছয় লাখ ১৫ হাজার ৬০৬ কোটি টাকার অনিষ্পত্তিকৃত অডিট আপত্তি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শনিবার জাতীয় সংসদ ভবনে দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
আবুল মাল আবদুল মুহিত জানান, ৫৫টি মন্ত্রণালয়/বিভাগের বিপরীতে অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা আট লাখ ৫৩ হাজার ৩১৪টি, যার সংশ্লিষ্ট অর্থের মোট পরিমাণ ছয় লাখ ১৫ হাজার ৬০৬ দশমিক ৩৬ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, আপত্তিকৃত অডিট আপত্তিগুলো জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করা হয়। কমিটি কর্তৃক অনিষ্পত্তিকৃত অডিট আপত্তিগুলো যাচাই করে প্রযোজ্য ক্ষেত্রে নির্বাহী কর্তৃপক্ষকে অর্থ আদায়ের জন্য অনুশাসন দেওয়া হয়।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) নামে একটি আঞ্চলিক ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ধরা হয়েছে ১০০ বিলিয়ন মার্কিন ডলার। এআইআইবি হচ্ছে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য হবে এশীয় দেশসমূহের অবকাঠামো উন্নয়নে অর্থ সংস্থান করা। এ পর্যন্ত ২১টি এশীয় দেশ এ ব্যাংকটি প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
প্রশ্নোত্তর পর্বে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ২২ হাজার ৬৫৪ দশমিক ৪ কোটি টাকা। এর মধ্যে অগ্রণী ব্যাংকের চার হাজার ১১৬ দশমিক ২০ কোটি টাকা, বেসিক ব্যাংকের পাঁচ হাজার ৭৯ দশমিক ৯৩ কোটি টাকা, জনতা ব্যাংকের তিন হাজার ৮৮৭ দশমিক ৫৯ কোটি টাকা, রূপালী ব্যাংকের এক হাজার ২৪৬ দশমিক ৯৭ কোটি টাকা, সোনালী ব্যাংকের আট হাজার ৩২৩ দশমিক ৩৬ কোটি টাকা।
আবুল মাল আবদুল মুহিত আরো জানান, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ২২ হাজার ৭৪৭ দশমিক ৩৪ কোটি টাকা, বিদেশি ব্যাংকগুলোর এক হাজার ৮৩৯ দশমিক ১৬ কোটি টাকা, বিশেষায়িত তিনটি ব্যাংকের ৫৪ হাজার ৬৫৭ দশমিক ৬৯ কোটি টাকা।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ব্র্যাক ব্যাংকের বিকাশসহ মোট ২০টি ব্যাংক ২০১৩-১৪ অর্থবছরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ ৭৮ হাজার ৩০৩ কোটি টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে ৩০ এপ্রিল পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ এক লাখ তিন হাজার ১১৯ কোটি টাকা।