রেমিট্যান্স বেড়েছে রেকর্ড পরিমাণ : বাংলাদেশ ব্যাংক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/02/photo-1435840959.jpg)
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স আহরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্স আহরিত হয়েছে এক হাজার ৫৩০ কোটি ৯৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ২০১৩-১৪ অর্থবছরে এর পরিমাণ ছিল এক হাজার ৪২২ কোটি ৮৩ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ গত অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১০৮ কোটি ১০ লাখ ২০ হাজার ডলার বা ৭ দশমিক ৬ শতাংশ।
এর আগে বার্ষিক সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ২০১২-১৩ অর্থবছরে, এক হাজার ৪৪৬ কোটি ১১ লাখ ৪০ হাজার মার্কির ডলার।
প্রসঙ্গত, গত জুন মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৪৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার, যা আগের অর্থবছরের জুন মাসে ছিল ১২৮ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ১১ দশমিক ২৭ শতাংশ।