বিও অ্যাকাউন্ট হালনাগাদের অনুরোধ এমএএইচ সিকিউরিটিজের

গ্রাহকদের বিও অ্যাকাউন্ট নবায়ন করার অনুরোধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি এমএএইচ সিকিউরিটিজ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত বিও হিসাব গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৭-২০১৮ ইং অর্থবছরের বিও অ্যাকাউন্ট নবায়ন ফি বাবদ ৪৫০/-(চারশত পঞ্চাশ) টাকা পরিশোধ করেন নাই, তাদের আগামী ১৫ জুন ২০১৭ ইং তারিখের মধ্যে নবায়ন ফি জমা সাপেক্ষে বিও অ্যাকাউন্ট হালনাগাদ করতে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় ফি পরিশোধ ব্যর্থতায় বিও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।’
‘এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সার্কুলারের নির্দেশ মোতাবেক যেসব বিও অ্যাকাউন্টধারীর আবশ্যকীয় তথ্য ও উপাত্ত (কেওয়াইসি) এখনো হালনাগাদ করা হয় নাই, তাদের অতিসত্ত্বর সংশ্লিষ্ট শাখাসমূহে যোগাযোগপূর্বক বিও অ্যাকাউন্ট তথ্য হালনাগাদ করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে ০২-৫৭১৬৩৬৯৫, ০২-৫৭১৬৩৬২৮ ও ০২-৯৫৭০০০৩ নম্বরে যোগাযোগ করুন।’