হ্যান্ডসেট পেলেন ইজি ডটকম ডটবিডির তিন বিজয়ী

ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে মোবাইল ব্যালান্স রিচার্জের অন্যতম ওয়েবসাইট ইজি ডটকম ডট বিডি। রমজান মাসজুড়ে ‘রিচার্জ করুন easy.com.bd-তে আর হ্যান্ডসেট জিতুন ফ্রীতে’ নামের একটি প্রমোশন ক্যাম্পেইনের তিন বিজয়ীকে সম্প্রতি পুরস্কার দেওয়া হয়েছে।
গত বৃহস্পিতবার ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইজি ডটকম ডটবিডির বিশেষ অফারে বিজয়ী তিনজনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ী পেয়েছেন একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট।
‘রিচার্জ করুন easy.com.bd তে আর হ্যান্ডসেট জিতুন ফ্রীতে’ –প্রমোশন ক্যাম্পেইনের তিন বিজয়ী হলেন ঢাকার মোহাম্মদ রাজীব আহমেদ বিজয়, চট্টগ্রামের কাজী দাউদ রায়হান এবং চট্টগ্রামের মোহাম্মাদ মাযহারুল ইসলাম। তারা তিনজনই নিয়মিত ইজি ডটকম ডটবিডি থেকে মোবাইল ব্যালান্স রিচার্জ করেন। পুরস্কার পেয়ে সবাই আনন্দিত। বিজয়ী নির্ধারনে লটারি ড্র করতে এবং বিচারক হিসেবে সহযোগিতা করেন দেশের তিনটি নামকরা প্রতিষ্ঠানের তিন শীর্ষ কর্মকর্তা। এঁরা হলেন রূপকথা প্রোডাকশন্সের স্বত্বাধিকারী এনামুল কবীর সুজন, আরটিভির হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সুদেব চন্দ্র ঘোষ, এনটিভি অনলাইনের চিফ অব বিজনের এম এ এইচ এম কবীর আহমেদ।
গত বৃহস্পতিবার ইজি ডটকম ডটবিডির অনুষ্ঠানে বিজয়ীদের হতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন এস এস এল ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তী, হেড অব ইঞ্জিনিয়ারিং শাহজাদা রেদওয়ান, সিনিয়র ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট, জুবায়ের হোসেন, হেড অব ফিন্যান্স মো. মনিরুজ্জামান এবং ভিসার শীর্ষ কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে মানুষকে অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত ও আরো উৎসাহিত করতে গত ২০ ডিসেম্বর, ২০১৪ থেকে ইজি ডটকম ডটবিডিতে চলছে একটি অফার। যেকোনো ভিসা ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে ইজি ডটকম ডটবিডিতে মোবাইল ব্যালান্স রিচার্জ করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫% বোনাস ।